STORYMIRROR

বিকাশ দাস

Classics

2  

বিকাশ দাস

Classics

শুধু তোমার জন্য

শুধু তোমার জন্য

1 min
688


তোমার হাতে তুলে দেব সর্বাধিক ভালোবাসা

সঙ্গে দেব সমস্ত আকাশ, ঘর ভর্তি মিঠেল বাতাস।

তাই পার করে এসেছি সব চৌকাঠ, সাত সাগর তেরো নদী ।

শুধু তোমার জন্য।


জাগব সারা রাত তোমার ঘুমের ভেতর 

সোয়াস্তির রঙে মাখব তোমার শরীর,

নিঃশ্বাসের ডোরে বাঁধব দিন প্রতিদিন

তোমার মত করে পৃথিবীর পালঙ্কে ।

শুধু তোমার জন্য।


ভোরের মাটিতে ফোটাব সহস্র সূর্যমুখী ফুল

ঠোঁটের যুগল বন্দিতে

প্রতি সন্ধ্যায় বাঁধব তোমার বেণী

প্রতিশ্রতির চিরুনিতে।

শুধু তোমার জন্য।


তোমার রুমালে আঁকবো চাঁদ কলকা

অভাব ক্লান্তির অন্ধকারে সুঁচ ফুঁটিয়ে

একান্তে।

তোমার হেঁসেলের আখার কাঠে 

হব অন্নপূর্না। 

শুধু তোমার জন্য।


থালা ভরা সংসার পাতার এক মহামন্ত্র

নিয়ে থাকব তোমার হৃদয়ের গভীরে।

শুধু তোমার জন্য।


Rate this content
Log in

Similar bengali poem from Classics