শেষ রাতের শেষ ইচ্ছে
শেষ রাতের শেষ ইচ্ছে


একটু আমায় ছুঁয়ে যা না,
আজকে তুই এসে।
একটু আমায় ছুঁয়ে যা না,
আজকে ভালোবেসে।
দূরে থেকে কাছে থাকার অভিনয়,
আজকেই হবে শেষ।
ধ্বংসের আগে রয়ে যাবে শুধু,
সত্যি প্রেমের রেষ।
নতুন জন্মে আসি যদি ফিরে,
তুই কি হবি সাথী?
মৃত্যুতে যদি ফিরে পাই তোকে,
ধ্বংসেতে নেই ক্ষতি।
শেষ রাতের শেষ ইচ্ছে,
আর কিছুক্ষণ বাকি।
নতুন জন্মের নতুন ভোরে যেন,
তোর ভালোবাসায় বেঁচে থাকি।