STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Others

3  

শিপ্রা চক্রবর্তী

Others

শাপমোচন

শাপমোচন

1 min
165

আগুনের উত্তাপ ছড়িয়েছে দিকে দিকে,

দাউ দাউ করে জ্বলছে লেলিহান শিখা,

চারিদিক থেকে ভেসে আসছে____ 

করুন আর্তনাদ,

পৃথিবীর রূপ আজ বিভীষিকা।


লাশের পর লাশ জমেছে,

চিতার পর চিতা উঠছে সেজে,

মাটি খুড়তে খুড়তে সবাই_____ 

আজ ক্লান্ত, 

আর এক চুলও জায়গা নেই____

কোথাও কোনো কবরস্থানে,

আজ আর নেই কোন জাত,পাত, 

ধর্মের ভেদাভেদ মৃত্যু মিছিলের মাঝখানে।


আগুন নেভার নেই অবকাশ,

স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হচ্ছে অবিরত,

একেই বলে মহামারীর করালগ্রাস,

বাতাস হয়ে গেছে পুরোপুরি বিষাক্ত।


চারিদিক জুড়ে শুধু তীব্র হাহাকার,

মৃত্যুর কাছে করছে পরাজয় স্বীকার।

এখন শুধু একটাই শব্দ উচ্চারিত____

হতে থাকে মুক্তি চাই মুক্তি,

কড়জোড়ে করি প্রার্থনা____ 

ফিরিয়ে দাও হে ত্রাতা____

সেই সুন্দর, সুস্থ পৃথিবী,

মনে এনে দাও মহামারী জয়___ 

করার অপার শক্তি।


Rate this content
Log in