সেরা প্রাপ্তি, প্রাপ্তির উজান
সেরা প্রাপ্তি, প্রাপ্তির উজান


এক পলকের দেখায় পেয়েছি
খুঁজে আমার উৎকৃষ্ট প্রাপ্তি,উৎসর্গের বৃত্তের সীমা।
শতাব্দীর তালুর রেখায় আরোগ্যময় জীবন-বীমা।
নিকৃষ্ট বুকের পাঁজরে
মৃত্যুর সজীব সময়। মাটির সান্নিধ্য। সুখ দুঃখের মাপকাঠি।
স্পর্শের নিবিড় আদরে
কবিতার শব্দের লতা-পাতার শ্লীলে ঘর-সংসার পরিপাটি।
গুছিয়ে নিয়েছি
আকাশ সুদ্ধ ঘরের মধ্যে ঘর একান্তের অবসরের অনাবিল
সময়ের ক্লান্তির আলগা বসন ভালোবাসার শরীরে যত্নশীল।
গেরস্থালীর দ্বিধাহীন মধ্যাহ্ন বেলার ঘুম।
ইচ্ছের আরশিতে একরাশ লাবণ্য চুম।
নদীর গর্ভে ঝিনুক তোলা অনন্য সুলভ সাগরের উছলান।
প্রাপ্তির অসীমতার অন্ধকারের পর্দার আড়ালে আলোর স্নান
ভোরের দুয়ারে প্রেয়সীর অন্তর সংলগ্ন স্তনে মাতৃত্বের টান।