প্রতিক্ষায় থাকি
প্রতিক্ষায় থাকি


তুই হাসলে আকাশে রোদ ওঠে,
তোর কান্না ঝরায় বৃষ্টিধারা।
চোখেতে তোর স্বপ্ন আঁকে রাতে,
আকাশের বুকে জেগে থাকা সব তারা।
তোর খোলা চুলে রূপকথা হয় লেখা,
অজান্তে তোকে ছুঁয়ে যায় মোর মন।
সব বুঝেও তুই কেবলি আনমোনা,
প্রতিক্ষায় থাকি আমি সারাক্ষণ।