ফিরে এসো ধরণীতলে
ফিরে এসো ধরণীতলে


ফিরে এসো ধরণীতলে।
জীবনের বাঁকে বাঁকে অভাবকে করে জয় তুমি
দুখুমিয়া হয়েছো নজরুল।
বাঙালী মননে আছো গভীর প্রেমের আসনে বসে
তুমি বুলবুল।
"খুশির ঈদ", "শশ্মানে জাগিছে মা" নিয়ে এলো সম্প্রীতি
হলে তুমি সাম্যের কবি।
বিদ্রোহী, প্রলয়োল্লাসে হলে স্বাধীনতা আন্দোলনে সামীল
তুমি বিদ্রোহী কবি।
গরীবের উপর অত্যাচারের প্রতিবাদে উঠেছো গর্জে তুমি
মানবতাবাদী কবি।
ধূমকেতুতে আগমনীর গান প্রকাশে পড়লে রাজরোষে তুমি
কারাজীবন পেলে উপহার।
উত্তোরণের প্রতীক, সাম্যের প্রতীক,মানবতার প্রতীক, তুমি
কাজী নজরুল ইসলাম।
আজি শুভ জন্মদিনে তোমার সমীপে প্রার্থনা করি ফিরে এসো
তুমি আবার ধরণীতলে।