পেটুক
পেটুক
মোদের গাঁয়ের বিজন কানা,
পেটটা তার আস্ত ধামা।
মাথায় তার বেজায় টাক,
কানদুটো যেন কুলো,
নাকটা তার লম্বা অনেক ,
রঙটা তার কালো।
মুখ তার পায়না বিরাম,
চলতে থাকে অবিরাম।
সকাল থেকে রাত চলে শুধু
খাবারের আয়োজন,
খাবার ছাড়া কোন কিছুতেই
নেইকো তার মন।
সকাল বেলায় চাই তার
চা আর বিস্কুট,
জলখাবারে দশ বারোখান রুটি
সাথে আখের গুড়।
স্নানের আগে ডাবের জল,
দুপুরে পঞ্চব্যাঞ্জন,
আর বিকেলে লাগে ফল।
সারাদিন ধরে খায়,
আর নাক ডাকিয়ে ঘুমায়।
কাজ করতে বললে গায়ে তার
হয় বড্ড ব্যাথা,
পেটে তার নেইকো বিদ্যা
আস্ত মাথামোটা।
কানার খাবারের জোগান দিতে
বাপের মাথায় হাত,
সুখের নিদ্রায় কাটতে থাকে
কানার দিন রাত।
গাঁয়ের সবাই কানার ভয়ে
শিটিয়ে যেন থাকে,
এই বুঝি করবে ঝগড়া
পায়ে পা দিয়ে।
গ্রাম থেকে শহর কোথাও
হলে অনুষ্ঠান,
বিজন কানা বিনা নিমন্ত্রনেই
চলে জান।
কবজি ডুবিয়ে ভোজন সেরে,
বাড়ি ফেরেন পেট দুলিয়ে।
নেইকো লাজ লজ্জা
কিছুই তার তাতে,
বেঁচে থাকতে চাই শুধুই
সে ভরপেটে।
খালি পেটে থাকলে পরে
মাথা হয় গরম,
এই হল বিজন কানার
বেঁচে থাকার ধরন।
