পদ্মভূষণ সাহিত্যিক ও জাতীয় কব
পদ্মভূষণ সাহিত্যিক ও জাতীয় কব


জন্ম থেকে মৃত্যু বিরহ-মধুর পূর্ণজীবনে,
দুখুমিয়া তুমি ছিলে হোলির ধূমকেতু। জীবন
নদীর আঁকাবাঁকা পথে একূল ভাঙনে ঠেকলে
তুমি ওকূলে। একূল-ওকূলের খেলায় তুমি হলে
দুখুমিয়া থেকে নজরুল। "মুক্তি" র সোপানে চেপে
এলে খোলা আকাশে।
"শিশুতোষ" এ মাতালে শিশুমন। দেখতে তুমি চাইলে
জগতে সবাই ঘুরছে কেমন ঘুর্ণিপাকে। " আনন্দময়ীর আগমনে" দিলে ব্রিটিশ চটিয়ে।কবিতা-গান-উপন্যাসের
পানসি চড়ে দিলে উত্তাল সমুদ্রে পাড়ি; উঠলো ঝড়, হলে কারাবন্দী।
চলে গেল বাকশক্তি তোমায় ছেড়ে। হিমালয়ের মতো
করলে তুমি শুরু মৌন তপস্যা। আসুক যতই কষ্ট-বাধা
ভারতমাতার স্বাধীনতা না দেখে ছাড়বে না এই জগতটা,
যেটাতুমি চেয়েছিলে দেখতে ছেলেবেলাই কবিতায়।
পদ্মভূষণ সাহিত্যিক, বাংলাদেশের জাতীয় কবি মহাপ্রাণ নজরুল ইসলাম; তোমায় শতকোটি প্রণাম।