ও পাড়ার টিয়া
ও পাড়ার টিয়া
1 min
3
ও পাড়ার টিয়া।
লেখক:– সোহন ঘোষ।
( Sohan Ghosh )
প্রকাশকাল:– 25 September 2025
ও পাড়ার টিয়া,
নাম তার রিয়া।
শোনে না কারোর নিষেধ–মানা,
চষে বেড়ায় সারা আকাশখানা।
সারাদিন ঘুরে বেড়ায়,
উড়ে উড়ে গান গায়।
করে না কোনো উৎপাত,
চুপ করে খায় দুধ–ভাত।
কাঁচা লঙ্কা খায় চিবিয়ে,
ঘুমোয় আলো নিবিয়ে।
বিড়াল, কুকুর কিংবা হস্তি—
সবার সাথেই তার দোসতি।
