এপার—ওপার গঙ্গা।
এপার—ওপার গঙ্গা।
1 min
0
এপার—ওপার গঙ্গা।
লেখক:- সোহন ঘোষ। ( Sohan Ghosh )
রচনাকাল:- 31 August 2025
-----------------------------------------
এপার—ওপার গঙ্গা,
মাঝখানে ভাসে নৌকা।
নৌকায় বসে মাঝি,
দিচ্ছে গঙ্গা পাড়ি।
এপারের এই গঙ্গা ঘাটে,
লোকেরা নাইতে নেমেছে।
ওপারের ওই গঙ্গা ঘাটে,
টিয়ের ঝাঁক নেমেছে।
গাছে বসে চড়ুই,
গাইছে, সুমধুর গান।
গঙ্গায় লাফিয়ে রুই,
খেলছে, ঢেউয়ের টান।
