STORYMIRROR

SOHAN GHOSH

Children Stories Classics Others

4  

SOHAN GHOSH

Children Stories Classics Others

স্বপ্নময় সমাজ ২

স্বপ্নময় সমাজ ২

1 min
0

স্বপ্নময় সমাজ ২।

লেখক:– সোহন ঘোষ।


আমাদের দেশে

কবে আসবে সে আসার সমাজ,

যেখানে মানুষ মানুষকে দেবে হৃদয়ের সাজ?

বিপদকালে থাকবে না কেউ একা,

সহমর্মিতায় গড়া হবে নতুন এক রেখা।

ভয় নয়, মায়াই হবে মানুষের মূল,

মন হবে স্বচ্ছ—থাকবে না কোনো ভুল।

না থাকবে হিংসা, না কোনো ঝগড়া,

বদলার পরিবর্তে আসবে ভালোবাসার ধারা।

দোষ করলে শাস্তি নয়—আগে আসবে শিক্ষা,

ভালোবাসার পাঠই হবে মানবতার দীক্ষা।

কথা নয়, মানুষকে চিনবে তার কাজে,

পরিচয় মিলবে কর্মেরই সাজে।

সেই সমাজে সব কাজই পাবে সমান মান,

ছোট-বড় ভেদ ভুলে দেবে হৃদয় দান।

যোগ্য হলে কেউ পাবে না সমালোচনার ভাষা—

প্রশংসাই হবে নিয়ম, ভালোবাসাই ভরসা।

মনুষ্যত্বের গড়া সেই স

মাজ হবে এই আমার আশা।


Rate this content
Log in