শেখাও আমায়।
শেখাও আমায়।
1 min
0
শেখাও আমায়।
সোহন ঘোষ।
ফুল তুমি কেমন করে
মন জয় করো সবার?
আমায় শেখাও তুমি,
হতে চাই মনোভার।
উদ্ভিদ, বলো তো তুমি
হও কী করে বন্ধু সবার?
আমায় শেখাও তুমি,
হতে চাই বন্ধু সবার।
চাঁদের আলো হাসে
দুঃখ-ক্লান্ত প্রাণ
চাঁদ মামা, শেখাও আমায়
কি করে হয় দান।
শিখি যদি প্রকৃতি থেকে,
মানুষ হবো সত্য—
কর্মক্ষেত্রে ফুটবে তখন
আলোকভরা মত্ত্য।
