মোদের দুর্গাপূজা।
মোদের দুর্গাপূজা।
1 min
0
মোদের দুর্গাপূজা।
লেখক:– সোহন ঘোষ। ( Sohan Ghosh )
প্রকাশকাল:– 19 October 2025.
মোদের উল্লাস! মোদের আশা!
মোদের এই দুর্গাপূজা।
কি জাদু ঢাকের তালে,
শুনলে কোমর দোলে।
ঢাকের তালে বেজে ওঠে প্রাণ।
গাইতে ইচ্ছা করে বাংলা গান।
কি যাদু বাংলা সংগীতে,
গাইলে, মন চায় নাচতে।
বন্ধু-আত্মীয় সবার সাথে,
হাসি-খুশিতে দিন কাটে।
মাঠের ধারে কাশফুলের ঘ্রাণ
হৃদয়ের মাঝারে জাগায় প্রাণ।
কি করে বোঝাবো তোমায়।
কত আনন্দ হয় দুর্গাপূজায়।
