চৈত্র মাসের দুপুরে।
চৈত্র মাসের দুপুরে।
1 min
0
চৈত্র মাসের দুপুরে।
লেখক:- সোহন ঘোষ। ( Sohan Ghosh )
রচনাকাল:– 14 September 2025।
চৈত্র মাসের দুপুরে
বসে ছাদের উপরে
গান গায় টিয়ে,
ময়নাকে সঙ্গে নিয়ে।
গান শুনে খোকা নাচে
দুটি বাহু তুলে।
খোকার এই নাচ দেখে
খুকুমণি নাচে!
