STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Others

3  

শিপ্রা চক্রবর্তী

Others

নীড়হারা

নীড়হারা

1 min
241

একটা একটা করে স্বপ্ন এঁকে 

সাজিয়ে ছিলেম আমার 

ভালোবাসার নীড়,

সময় স্রোতের প্রবল টানে 

ধরেছে তাতে চিড়।


স্বপ্নেরা সব হারিয়ে গেছে 

বাস্তবের কঠিন আবরনে,

তলিয়ে যাচ্ছি অন্ধকারে 

চোরাবালির অমোঘ টানে।


বিভেদের ফাটল যেন বেড়েই 

চলেছে তোমার আমার মাঝে,

নিজেকে আর দেখতে পাইনা 

তোমার হৃদয় রঙের রঙিন সাজে।


মন আয়না শত টুকরো হয়ে 

গেছে কঠিন অভিমানে,

কথারা বিঁধছে ছুড়ির মত 

হৃদয়ের ক্ষত স্থানে।


আঘাতে আঘাতে মন আমার 

আজ ক্ষতবিক্ষত,

জীবন স্রোতে ভেসে চলেছি

খড়কুটোর মত।


তোমার চোখে হয়েছি

আমি বড্ড অচেনা,

আজ হারিয়ে গেছে তোমার 

হৃদয়ে আমার প্রেমের ঠিকানা।


ভাঁটার টানে এগিয়ে চলেছি

পাইনি খুঁজে কিনারা,

নীড় থেকেও আজ আমি 

হয়েছি নীড়হারা।


Rate this content
Log in