STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Others

4  

শিপ্রা চক্রবর্তী

Others

নব আনন্দে জাগো

নব আনন্দে জাগো

1 min
189


দিন পার হয়ে যেমন হয় রাতের শুরু,

আবার রাতের শেষে আসে নতুন ভোর,

সূর্য অস্ত যায় সময়ের সাথে

চাঁদ ছড়ায় তার সুন্দর রূপোলি আলো,

প্রকৃতিকেও নব নব সাজে

দেখতে লাগে ভালো, 

তেমনি নতুন করে হয় শুরু

জীবনের প্রত‍্যেকটা দিন,

নতুন ভাবে বাঁচার তাগিদে এগিয়ে

চলি, চোখে স্বপ্ন সাজিয়ে রঙিন,

এক একটা দিন হলো এ জীবনের 

পাওয়া অমূল্য উপহার,

যা চাইলেও আসবেনা ফিরে বারবার,

যা পার করে এসেছি তাকে যে

পাওয়া যাবেনা কিছুতেই ফিরে!

এগিয়ে চলতে হবে সামনের দিকে 

পুরাতন কে হৃদয়ে আঁকড়ে,

প্রতিটা দিনের প্রতিটা মুহুর্ত কে

করতে হবে অন্তর থেকে উপলব্ধি, 

আগামী দিনের নতুন ভোরের স্নিগ্ধ 

আলো নাও তো দেখতে পারি!

ফুলের মত নিজেকে করতে হবে

বিকশিত যাতে দেবতার চরনে 

করতে পারি নিজেকে অর্পন,

খুশির বাতাস যেন বয় মনের মধ‍্যে

উদ্ভাসিত হয় অন্তরের উজ্জ্বল 

জ্ঞানের আলোয় মনের দর্পন,

ক্ষনস্থায়ি এই জীবন হলো 

বালির বাঁধের মতন,

মৃত্যু যখন উত্তাল সুমদ্রের ঢেউ হয়ে 

আছড়ে পড়বে, তখন যাবে বালির

বাঁধ ভেসে যতই করো যতন।

পড়ে থাকবে শুধু কিছু 

ধ্বংসাবশেষের চিহ্ন,

যা সময়ের পলিতে চাপা পড়ে 

হয়ে যাবে একদিন নিশ্চিহ্ন।


Rate this content
Log in