কোথায় আমার তুমি
কোথায় আমার তুমি

1 min

587
শুরুতে তুমি
শেষেতে তুমি
মাঝখানেতেও তুমি
তবু হৃদয় খুঁজে বেড়ায় কোথায় তুমি।
সুখেতে তুমি
দুঃখতে তুমি
অভিমানেতেও তুমি
তবু হৃদয় খুঁজে বেড়ায় কোথায় তুমি।
ঝড়েতে তুমি
বাতাসে তুমি
বৃষ্টির ফোঁটাতে তুমি
তবু হৃদয় খুঁজে বেড়ায় কোথায় তুমি।
আলোতে তুমি
আঁধারে তুমি
বাজের চমকেতেও তুমি
তবু হৃদয় খুঁজে বেড়ায় কোথায় তুমি।
জলেতে তুমি
স্থলেতে তুমি
আকাশেতেও তুমি
তবু হৃদয় খুঁজে বেড়ায় কোথায় তুমি।
ভাঙাতে তুমি
জোড়াতে তুমি
মিলন শোভাতেও তুমি
তবু হৃদয় খুঁজে বেড়ায় কোথায় তুমি