কিত্কিত্
কিত্কিত্


স্বতঃস্ফূর্ত নিয়মশৃঙ্খলা আনতে ,
সময়ের বিরুদ্ধে বাজি ধরেছিলাম I
ছুটির আমেজে খুশির মেজাজে ,
নিজেকে নিয়ে খেলা করেছিলাম I
কাজের দিনের বিরুদ্ধে ছুটির টান ,
তার মাঝেতে মন ধরল বাজী I
ভেবেছিলাম সঠিক আমার দাবী ,
জানতামনা এ মনের কারসাজি I
দশায় দশায় দেখলাম কিস্তি মাৎ ,
দফায় দফায় হলাম আমি চিত্ ,
ফাঁক ফোকরে পা পরে গেল ,
যখন একা একা খেললাম কিত্কিত্ I
সময় রইল তার নিজের জায়গায় ,
আমি ধীরে ধীরে হারালাম গতি ,
সেদিনা বাজি রেখে সময়ের বিরুদ্ধে ,
অনুগত হলাম আজ সময়ের প্রতি I