খুশি মন
খুশি মন
রাতের শেষে ভোরের আকাশে
দেখে সূর্যের ঝলমলে হাসি,
আমার মনে ভরে ওঠে তখন
অপার খুশি।
আবার দিনের শেষে যখন দেখি
চাঁদের উজ্জ্বল রূপোলি মুখ,
বিষন্নতার চাদর খুলে খুশি এনে
দেয় জীবনে অপার সুখ।
যখন গাছে গাছে ফোটে ফুল,
আনন্দে পাখিরা গায় গান,
আমার মন হয়ে ওঠে ময়ূরের মত
চঞ্চল, খুশিতে ভরে ওঠে প্রান।
আবার যখন রুক্ষ প্রকৃতির বুকে
প্রথম শীতল বারিধারা ঝড়ে
প্রকৃতি হয় প্রানবন্ত,
তখন আমার উদাসী, ছটফটে, চঞ্চল
মন খুশিতে হয়ে যায় শান্ত।
কখনও সামান্য কারনে হয়ে উঠি
প্রচন্ড রকমের অভিমানি,
আবার অল্পতেই ঠোঁটের ডগায় ফুটে
ওঠে এক চিলতে হাসি,
মনের যে কি খেয়াল কি জানি।
আমার মনের নেই নির্দিষ্ট কোন রকম
খুশির কারন,
সে নিজের পথে নিজেই চলে
তার চলার নেই কোনো বারন।
তাই কখন খুশি, কখনও দুঃখ, কখনও
আবেগ কে থাকে জড়িয়ে,
সবকিছু কে সঙ্গী করে জীবন পথে
একটা একটা করি দিন চলেছি পেড়িয়ে।
