খেয়াল বেখেয়াল
খেয়াল বেখেয়াল


খেয়াল বেখেয়াল
এক টুকরো আকাশ---
জানলার ওপারে অবাধ আনাগোনা
নাম না জানা বাহারি প্রজাপতি.
মন উদাস করা সেই ডাহুকের শিস ....
সবুজ ইচ্ছে চোখে মেখে
রোদ্দুর লুকোচুরি খেলে ঘরের সাজানো আসবাব,
অলস একলা দুপুরের সাথে
খেয়াল বেখেয়ালে ভালোলাগা অকারণ জড়িয়ে ধরে,
ঘুমঘুম আদুরে মন রোদ্দুর আর প্রজাপতির সাথে
এক্কা দোক্কা খেলে।