STORYMIRROR

বিকাশ দাস

Fantasy

2  

বিকাশ দাস

Fantasy

জরায়ুজ

জরায়ুজ

1 min
779


থাক বয়স দূরে অনেক দূরে গিয়ে  

থাক বয়স পাহাড় পাথর চাপা দিয়ে।  

থাক বয়স বন অরণ্যের কালান্তরে  

থাক বয়স সাগর জলধির ওপারে।


বয়সকে দিও না ঘেঁষতে কোনো কৌশলে  

কুশল চিঠি সই পাতার হিল্লোলে  

পরিচর্যার অজুহাতে শরীরের ভেতরের ঘরে ।

বয়স ধরলে শরীরের কল্লোলে ক্রমশঃ ভাঙ্গন ধরে  

শরীরের বিনুনির  গিঁট আলগা করে  

শিরদাঁড়ায় কালচে পড়ে।


পাপপুন্য জল শূন্য  জীর্ণ মাটি  সামান্য ফসলের গন্ধে  

আকাশ মেঘ্ময়।  

নিঃসঙ্গ বাতাসের সন্ততি থাক  নিত্য পোশাকের ছন্দে  

শর

ীর অস্তিময়।  


শরীরের ভেতর আর এক শরীর বয়সের মূর্ধায় থির ।

যদিও শরীর ..... 

আলো অন্ধকারের            গমক গমক আঁচের গভীরে  

ষোলো আনা লোভ আরো বেঁচে থাকার বৃষ্টি সরস সরোবরে 

অন্তর্বাস তত্ত্বের বর্ণের ঝনৎকারে।

  

দু’হাত কোলাহল হাতড়ে  আরো বেপরোয়া আরো যত্নশীল  

সব বয়সের দিন দিগন্ত আঁকড়ে।

শরীর...... ভিখিরির জাত ক্ষুধিত স্বভাব  

জরায়ুজ।

শরীর...... পুরুষ নারীর স্নাত সংশোধিত পল্লব     

জরায়ুজ।

শরীর...... সংকল্পিত বাস্তব ভাস্কর্য   

জরায়ুজ।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy