হ্যামিলন মন
হ্যামিলন মন


আগুন ছুঁয়েছে বরফের পাহাড়...
ক্রমাগত শরীরে জেগে ওঠে গন্ধম প্রেম....!
ভালোবাসা নিকোটিন হলে,
মন তখন তীব্র নেশার স্রোত.....!
স্রেফ একমুহূর্ত ছুঁয়েছিল যে নারীর চোখ,
তার জন্য ক্লিওপেট্রাকে দাসী করতে
প্রতি রাতে জোছনা কুড়ায়
প্রেমিক পুরুষের নির্ঘুম বুক.....!