গর্জে উঠল ভারতবর্ষ
গর্জে উঠল ভারতবর্ষ


শহীদদের দেহের ধোঁয়ায়
গর্জে উঠল ভারতবর্ষ
সেই আগুনের ছোঁয়ায়
আজ সমান বিষাদ হর্ষ
আতঙ্ক ছড়ায় চরমপন্থী
ওদের কাটতে হবে নলি
ছিঁড়তে হবে প্রতি গ্রন্থি
এবার দিতে হবে নরবলি
রক্তবীজের মতো অসুর
নিচ্ছে আশীষ দেবীমার
কাটবে সে মুণ্ডু নরপশুর
প্রান্তে দাঁড়িয়ে এ সীমার
অনেক হলো ধৈর্য ধরা
অনেক শোক আর ভাষণ
এবার দেবে জবাব কড়া
ভারত সেনাবাহিনীর শাসন