এসো তুমি
এসো তুমি


এসো,
উসনো চালের গরম গলা ভাতে
এক ঘুম নিয়ে কাঁথায় শীতের রাতে।
তুমি আমার লক্ষীশ্রী
তুমি আমার ভাগ্যশ্রী ।
এসো,
গুছিয়ে সকল অভাব তোমার হাতে
সব সুখ টুকু নিংড়ে রোজ দুমুঠো ভাতে।
এসো,
মির্জা গালিবের শায়রী দুচোখ পেতে,
বুকের পাঁজরে দুজনের সাথে হৃদয় মেতে।
এসো,
মেঘের বাজনায় বৃষ্টির জলতরঙ্গ পায়-
কাঁচের চুড়ির ছটা ঠেকলে আমার গায় ।
এসো,
বিকেল ভাঙ্গা সন্ধ্যা রাঙা ঘরের ছাদে
জড়িয়ে রাতভোর শরীর জাগা উন্মাদে ।
এসো,
মাটির সোহাগ রাঙা কুসুম খোঁপায় ঢেকে,
প্রণয় প্রহর সতর্কের দিন রাত আগলে রেখে ।
এসো,
অমোঘ মেঘের বর্ষার তুলির বর্ণ বাণে-
শাঁখা সিঁদুর সূর্য চাঁদ ভিটে মাটির টানে ।
এসো,
সুখ দুঃখ লাগা চালে ডালের দোসরে
আমার কবিতায় শব্দের ঝাঁকা উজার করে ।
এসো,
চাল মাপা অন্নর কৌটোর সংসারে
স্বর্গ রাখা ঘরের ভেতর দুহাতের সংস্কারে ।
তুমি আমার লক্ষীশ্রী
তুমি আমার ভাগ্যশ্রী ।
বিকাশ দাস / মুম্বাই