এন.আর.সি - ২
এন.আর.সি - ২


সাম্প্রদায়িকতা উসকে দেওয়ার হাতিয়ার এন.আর.সি,
জ্বলছে আগুন, পুড়ছে এ দেশ, সরকার বড়ই দূরদর্শী!
শরণার্থী নাকি উদ্বাস্তু! চিন্তাটা কেড়েছে ঘুম রাতারাতি,
আজ ধর্মের তাস খেলেই চলেছে স্বার্থান্বেষী রাজনীতি;
প্রেমের শহরের আনাচে কানাচে শুধুই ঘৃণার প্রলেপন,
প্রতিবাদ, প্রতিরোধ আর আস্ফালনের ওঠে অনুরণন;
অজানা আতঙ্কে উদ্বিগ্ন মানুষ ক্রমাগত হচ্ছে নিঃশেষ,
জাতিগত বিভেদ, মানুষে-মানুষে আজ প্রকট বিদ্বেষ;
রডের ঘায়ে ফাটছে মাথা, গণতন্ত্রে স্বৈরাচারিতা মহান,
দাবির প্রতিবাদে সতর্ক কলমেও আসছে দেখো তুফান;
নির্বিকার আইনের চোখে মানুষগুলো আসলে নির্বোধ,
মিছিলে মোমবাতি জ্বেলেও নামেনি প্রতিহিংসার পারদ।