STORYMIRROR

PRADIP KUNDU

Children Stories Inspirational Others

3  

PRADIP KUNDU

Children Stories Inspirational Others

দেশের মাটি

দেশের মাটি

1 min
226


দেশের মাটি খাঁটি সোনা

শ্রেষ্ঠ সবার চেয়ে,

দিনে রাতে ধন্য আমি

মায়ের স্পর্শ পেয়ে।


হীরে মানিক চাইনা যে তাই

মায়ের আঁচল দামী,

ভিজে মাটির সোঁদা গন্ধে

পাই যে স্বর্গ আমি।


দোয়েল শ্যামা ফিঙের গানে

হৃদয় আমার ভরে,

দুঃখের দিনে কাছে টেনে

মা যে আদর করে।


চন্দ্র সূর্য দেয় যে আলো

নদীর চিকন বুকে,

উদাস বাউল গান শোনায় ওই 

মন ভোলানো সুখে।


হরিৎ ক্ষেত যে আলো করে

সোনার ফসল ফলে,

শিউলি পলাশ গোলাপ গাঁদা

প্রেমের কথা বলে।


উৎসব মুখর দেশে সবাই

মিলন গানে মাতে,

একে অপরের পাশে থাকে

দুঃখ কষ্টের রাতে।


সাগর পাহাড় সবই আছে

আমার এদেশ জুড়ে,

তবুও দেখি সবাই বৃথাই

বেড়ায় বিদেশ ঘুরে।


এমন দেশটি কোথাও গেলে

পাবো না কেউ জানি,

সবার চেয়ে শ্রেষ্ঠ ভারত

সদাই আমি মানি।


Rate this content
Log in