চালচিত্র
চালচিত্র


তুমি দণ্ড উঁচিয়ে
চাইলে তোমার নিজস্ব স্বাধীনতা অবাধ
ছড়িয়ে আতঙ্কের ফোস্কা শব্দের বিস্বাদ
সময়ের কাঁটায় বিদ্রোহ শোষণ
শৃঙ্খলে শৃঙ্খলে মানুষ পোষণ
তুমি চোখে দূরবীন আগলে
চাইলে সমস্ত পৃথিবী চরাচর তোমার নখদর্পণে
মন্ত্র আওরে ছলে বলে
নদীর দু’পার ভেঙে দুর্নিবার সাগর সংগোপনে।
তুমি শক্তির অহমিকায়
পাথর খোদাই করে চাইলে দেহের নিরিখে ঈশ্বর ক্ষমতার
অন্যের পিঠে চাপিয়ে নিজের বোঝার সব দায়দায়িত্বের ভার
মগজে মগজে গুঁজে ভালোমানুষি থাকার পরিচয় নিরক্ষরতার ।