ব্যক্তিগত প্রেম
ব্যক্তিগত প্রেম


তুফানি
জল ঝড়
শুনেছি খবরে
দিয়েছি একবাক্যে ভুলিয়ে
আগলে থাকা আমার ক্ষতরেখা
পুড়িয়ে প্রখর আলোর ঝলসানিতে ।
আমার একরোখা শব
জলের মতো
ঝড়ের মতো
তোমার চুম্বনের দাগে এখনও আসেনি খবরে ।
তাই
পরুষ অঙ্গারের শীতে আমার ঠোঁট কেঁপে উঠলেও
আমার প্রানবন্ত শরীর শরীরে অন্তরের আবিল খাদ
চুম্বনের রঙমশালে ।