STORYMIRROR

Paula Bhowmik

Others

3  

Paula Bhowmik

Others

বম ভোলে

বম ভোলে

1 min
205

এখন ঘড়িতে বাজে মাত্র রাত বারোটা পঁচিশ,

মনে তো হচ্ছে সবে কলির সন্ধ্যে এটা, রাত গভীর?

টিপ টিপ বরসা পানি, যদিও আকাশে মেঘ নেই, ইস!

নজর বাঁচ বাঁচকে বলছে, বাড়ি ঘর রীতিমত কাঁপছে।

ভাইরাল সাজুগুজু করা হাতির নাচটা মনে পড়ছে,

ঐ গানটাও বেজেছিলো মাঝখানে, এখন ভুলে গেছি।

অবশ্য এতো ঘন ঘন গান পাল্টে পাল্টে যায়, 

ভুলে যাওয়াটাই এতে স্বাভাবিক মনে হয়। 

হিন্দি,বাংলা,ইংরেজি, নানা আঞ্চলিক ভাষার মিশ্রন, 

মনে হয় ইউক্রেন এ নয়, এখানেই লেগেছে মহারণ। 

ওরেবাবা! আবার বলছে, আর ইউ রেডি ? যুদ্ধ? 

মানেটা কি? কিসের জন্যে?রেডি আছে বটে লায়লা। 

এনার্জি চাই নাকি! হাত উপরে করতে হবে সকলকে। 

আবার শিব বাবার ভক্ত দের একসাথে হবে নাচতে, 

হর হর মহাদেব,বম ভোলে,বম ভোলে, বমবমবমবম, 

ঝ্যান ঝ্যানাক ঝ্যান, ঢ্যান ঢান ঢ্যান, ঢ্যানাক ঢ্যান।

কি সব মোরিয়া মোরিয়া, কালা চশমা, আরও কালা, 

কালা কালা কালালালালল চশমা ডানা ডানা ডানা ।

বুঝেছি এবার সব, অনুষ্ঠানের খাওয়া দাওয়া জব্বর, 

সবকিছু মিটেছে ভালোয় ভালোয়, হজম করা চাই। 

বলছে এখন শুধুই খেলা খেলা খেলা হবে, খেলা হবে। 

আসলে মাঝখানে আরও অনেক শব্দ রাজি আছে! 

কিন্তু প্রশ্ন এটাই, মাথাটা কতটা নিতে রাজি থাকছে? 

বাড়কে চলেঙ্গে হাম, রুকেঙ্গে না......... চিকং চিকং

মানেটা বোঝা গেছে?কিছুতেই এখন থামার নাম নয়, 

কাল নতুন বৌ এসেছে পাড়ার কোনো এক বাড়িতে। 

বুঝেছিলাম রাস্তায় প্রচুর বাজি পটকা ফাটানোতে। 

এই আনন্দ যজ্ঞ হলো নতুন বৌএর বৌভাতের রেশ! 

যাক বাবাঃ বলতে বলতেই থামলো শব্দ শেষমেষ। 

ভেবেছিলাম আজ রাতে আর বোধহয় ঘুম আসবেনা, 

কিন্তু এখন মনে হচ্ছে কপাল ভালো, দেখাই যাক না! 



Rate this content
Log in