STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Others

3  

শিপ্রা চক্রবর্তী

Others

বলিদান

বলিদান

1 min
239

যারা নিঃশব্দ হয়ে গেছে সময়ের সাথে,

তাদের স্মৃতি ইতিহাসের পাতায় 

উজ্বল হয়ে আছে,

তারা যে বীর মায়ের বীর সন্তান,

দেশ মায়ের তরে বিসর্জন দিয়েছে 

নিজেদের প্রান।

সমাজের বুকে অঙ্কুরিত করেছে

বিদ্রোহের বীজ, ফিরিয়ে দিয়েছে দেশ 

মাতৃকার ভূলুণ্ঠিত সম্মান,

তাদের নেই কোন জাত, ধর্ম, বর্ন, 

পরিচয় শুধুই মাতৃভূমির 

যোগ্য সন্তান।

তাদের কথা যাক সবাই যতই ভুলে,

তাদের কর্মের মাধ‍্যমে তারা বেঁচে 

আছে এই ভুবন মাঝারে।

কখনও প্রতিবাদি কলমের 

আঘাতে ভেঙ্গে খান খান হয়েছে 

হিংসাত্মক বিদ্বেষ, 

আবার কখনো ফুটে উঠেছে লেখার 

মধ‍্যে বাংলা মায়ের মনমুগ্ধ কর 

সুন্দর সাজ পরিহিত বেশ।

আবার কখনো ভাটিয়ালি গানের 

বেদনাদায়ক সুর মনকে করেছে 

আবেগে অশ্রু সিক্ত,

আবার জীবনমুখি, দেশাত্মবোধক গান 

নব যৌবনে ভরা হৃদয়ে করছে 

অপার শক্তি উদ্দীপ্ত।

তারা করেছে নিজেদের স্বার্থত‍্যাগ নিঃশব্দে নীরবে দেশের তরে,

তারা বিপ্লবী বীর চিরকাল অমর হয়ে 

থাকবে সবার অন্তরে।


Rate this content
Log in