বিদ্রোহী ও বুলবুল
বিদ্রোহী ও বুলবুল


শৈশবের কষ্ট দিল ডাক নাম দুখুমিয়া তোমায়।
মুয়াজ্জিন হয়ে নিলে তুমি পাঠ ইসলাম ঘরানায়।
লেটোদলে দিয়ে যোগ হিন্দু পুরাণ পাঠ করলে শেষ।
সেনানিবাসে নিলে সাহিত্যচর্চার আনুষ্ঠানিক বেশ।
হাতে নিয়ে ধূমকতু, আঁধারে বাঁধলে তুমি অগ্নিসেতু।
লিখে বিদ্রোহী কবিতা করলে তুমি রাজরোষের হেতু।
বাংলা সাহিত্য দানিল তোমারে উপাধি বিদ্রোহী কবি।
বাংলা গান রচনা ও সুর দিয়ে হলে তুমি বুলবলি।
সাম্রাজ্যবাদ বিরোধিতা ছিল তোমার সাহিত্য চর্চার মনন।
মানবতাবাদের জয়গানের মন্ত্রে করেছিলে জীবন ধারণ।
আজও তোমার বিদ্রোহী কবিতা আগুণ জ্বালে প্রাণে।
লহ প্রণাম শুভ জন্মদিনে অধমের নিজ গুণে।