বিচ্ছিন্ন
বিচ্ছিন্ন
আজ পুরাতনের সাথে সমস্ত সংযোগ
বিচ্ছিন্ন করে চলেছি নতুনের পথে,
জানিনা এই পথে আমার জন্য সুখ,
না দুঃখ, কান্না, না হাসি কি
অপেক্ষা করে আছে!
শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে
যৌবনের সমস্ত রঙিন স্মৃতি দিয়ে
ঘেরা এই আঙ্গিনা,
যাকে ছেড়ে যাচ্ছি, কষ্টে বুকে জমছে
অজস্র বেদনা।
সাজাতে হবে সবকিছু নতুন আঙ্গিনায়
নতুন মানুষের ভীড়ে,
সবকিছু ভুলে বেড়িয়ে আসা
কি অতই সহজ পুরনো শিকড় ছিড়ে।
কিন্তু আমাদের পারতে হয়!
কারন আমরা নারী,আমরা সব পারি!
তাইতো সহজে আপনকে পর
এবং পরকে আপন করি।
কত কিছু সহ্য করে গড়ে তুলে
ছিলাম ভালোবাসার বন্ধনে ঘেরা
স্বপ্ন সুখের নীড়,
তবুও কোথাও থেকে গেছে কমতি!
তাই নড়বরে হয়ে গেছে ভীত,
ধরছে অন্তরে গভীর চির।
খেলাঘর সাজাতে সাজাতে পেরিয়ে
গেছে আমার জীবনের সমস্ত খুশিতে
ভরা রঙিন দিন,
তবুও হয়নি সজানো সঠিক ভাবে,
মনের মনিকোঠার স্মৃতি আজ
তাই বড্ড মলিন।
এখন আমার সেই পুরনো আমিকে
চিনতে পারিনা, পুরনো সবকিছু হয়েছে
সময়ের সাথে জীর্ন,
এখন আমার নিজের মনের সাথেই নিজের সংযোগ হয়েছে বিচ্ছিন্ন।
