ভালোবাসি
ভালোবাসি


আমি ভালোবাসি
যেমন নুন ছিটিয়ে ঘি গরম ভাতে
যেমন অন্ধকারে চৌকি পেতে জ্বরের আলোর মৌতাতে
যেমন তেষ্টার মুখ পেতে সরকারির কলে
যেমন উপহার পেয়ে গুছিয়ে নিয়ে নিজের হাতে
না বানিয়ে বলা
না বুক ফাটিয়ে রক্তে লেখা ভালোবাসি
না সন্দেহের সন্দেশ মেখে
আমি ভালোবাসি
যেমন নদীর জলে ডুব দিয়ে মাটির তল খুঁজে নিতে
ভেতর ভেতর আকাশ দেখা
উথালপাথাল সমুদ্র দেখা
ভিজে বালুচরের ঘর বানিয়ে ছুটে প্রথম ডেকে আনা
আমি ভালোবাসি
আমরা বেঁচে আছি এক দু’জনের ভালোবাসায় ।