STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Others

4  

শিপ্রা চক্রবর্তী

Others

অন্তরতম

অন্তরতম

1 min
197


একটি গোলাপ ফুল সযত্নে দিয়ে

ছিলাম তোমার হাতে তুলে,

মনের কোনে জমে থাকা অনেক

কথা দিয়ে ছিলাম বলে।

তুমি অট্টহাস‍ি দিয়ে ভরিয়ে তুলে 

ছিলে আকাশ বাতাস,

আমার ভালোবাসার ঝলমলে আকাশে

নেমে এসেছিল ঘন কালো 

অন্ধকারাচ্ছন্ন রাত।

পা দিয়ে মাড়িয়ে ছিলে আমার 

দেওয়া ভালোবাসার ফুল,

মনে মনে হিসাব করে চলে ছিলাম

কোথায় ছিল আমার ভুল।

আমি অবাক দৃষ্টিতে চেয়ে ছিলাম 

তোমার চোখের দিকে,

চোখ বেয়ে পড়ে চলে ছিল অবিরত 

নোনা জল, গালের ওপর তার দাগ 

দিচ্ছিল স্পষ্ট করে এঁকে।

তুমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে

দিয়ে ছিলে তোমার জীবনে 

আমার সঠিক স্থান,

তাই আমার ভালোবাসা তোমার 

চোখে হল ম্লান।

আমি বুঝতে পাড়িনি নিস্পাপ মুখের 

আড়ালে লুকিয়ে আছে এমন কদর্য রূপ,

যা ভয়ংকর এক নিমেষেই কেড়ে নিতে

পারে মনের সমস্ত সুখ।

ভলোবাসার মধ‍্যে থাকেনা কোনো চাওয়া পাওয়ার হিসাব নিকাষ,

তাই আজও আমি তোমায় চলেছি 

ভালোবেসে, আমার অন্তর জুড়ে

শুধুই তোমার বাস।


Rate this content
Log in