আরও কিছুটা সময়
আরও কিছুটা সময়
চেয়েছিলাম আরও কিছু সময়
তোমার কাছ হতে,
দাওনি তুমি, তাই ফিরে
ছিলাম শূন্য হাতে।
বোঝোনি তুমি আমার কথা!
নাকি আমিই বোঝাতে পারিনি
তোমাকে আমার হৃদয় যন্ত্রণার
তীব্র ব্যাথা।
ফিরে এসেছিলাম ভাঙ্গা হৃদয়ের
শত টুকরো নিয়ে,
জোরা তারা আজও লাগেনি!
কষ্ট গুলো বুকে আগলে এগিয়ে
চলেছি আপন পথ দিয়ে।
বাঁধা হয়নি তোমার
সুখের জীবনে,
তোমার চলার পথে
বিছাতে চাইনি কাঁটা,
সে সব নাহয় আমার জন্যই থাক,
তোমাকে ছাড়া আমার
জীবন হয়েছে বৃথা।
আজও যখন উল্টাই আমার
জীর্ন স্মৃতির পাতা,
তখন ভেসে ওঠে তোমার মুখ
সেই উজ্জ্বল হাসি মাখা।
ভেসে যাই আমি ফেলে আসা
স্মৃতি ঘেরা অতল সমুদ্রের গভীরে,
তোমার অবাধ যাতায়াত অামার
ভীতর বাহির ও অন্তরে।
আজও ফিরি তোমার স্মৃতি আগলে
গ্রামের সেই রাস্তায় এদিক থেকে ওদিক,
আরও কিছু সময় যদি পেতাম!
তোমার আমার চলার পথ
মিলে যেত ঠিক।
তোমার আমার সুখের
খেলাঘর উঠত গড়ে,
খড়কুটোর মত ভেসে যেতনা সময়
স্রোতের গহ্বরে।
সময়ের কঠিন পলিতে যতই
ভালোবাসা পড়ে যাক চাপা,
জীবন পথ চলুক এগিয়ে তোমায় ছাড়া,
আমার অন্তর আকাশে আজও
তুমি উজ্জ্বল ধ্রুব তারা।
