আমরাই পারি!!!
আমরাই পারি!!!
মাতৃ গর্ভে যখন একটু একটু করে
বড় হয়ে উঠি,
তখন কেউ বুঝতে পাড়েনা
বেটা হবে না বেটি।
কিন্তু যখন ভূমিষ্ঠ হয়ে দেখি
পৃথিবীর আলো,
তখন শুরু হয়ে যায় ভেদাভেদ
আমি কন্যাসন্তান বাপের কপাল
একেবারে নয় ভালো।
পুত্র সন্তান হলে বংশ হতো রক্ষা!
বয়স কালে বাপের হতো অবলম্বন,
কিন্তু কন্যা মানেই বোঝা
এ যে পরের বাড়ির ধন।
কেন বারবার ভুলে যায় সমাজ
করে আমাদের অবহেলা,
আমরা নয় দুর্বল একদিন ঠিক
প্রমাণিত হবে যখন আসবে শেষ বেলা।
আমরা স্নেহের হাত যেমন
বাড়াতে পারি,
তেমনি ভালোবেসে খুব সহজে
পরকে আপন করি।
আমরা কখনও শান্ত,
আবার কখনও উগ্র,
কখনও লক্ষী,
কখনও বিনাশ রুপি কালি,
সময়ে সময়ে আমরা নিজেদের
এ ভাবেই মেলি।
মানুষ রূপি অসুরে সমাজ যেদিন
একেবারে যাবে ভরে,
তখন সমূলে এদের বিনাশ করবো
আমরা দূর্গার মত দশহাতে অস্ত্র ধরে।
সমাজের সমস্ত অন্ধকারে ঢাকা
কালো দিক হয়ে যাবে দূর,
আমরা গেয়ে উঠব নব উদ্যমে
নব জাগরণে ভরা গানের সুর।