STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Others

3  

শিপ্রা চক্রবর্তী

Others

আমার গ্রাম

আমার গ্রাম

1 min
217

একদিক ভরা তার

সোনালী ধানের ক্ষেতে,

অন‍্যদিকে বইছে নদী

তার আপন স্রোতে|

সাড়ি সাড়ি দাঁড়িয়ে আছে

আম, জাম, তাল, সুপাড়ি গাছ,

গাছের ফাঁকে দেখা যায়

দোয়েল পাখির নাচ|

মাঠের পর মাঠ জুড়ে

সবুজের ছড়াছড়ি,

প্রকৃতির রূপ যেন

সৌন্দর্য অতি ভারি।

প্রাকৃতিক ঐশ্বর্যে ভরা

আমাদের ছোট্ট গ্রাম,

গর্বে বুক ভরে ওঠে

মুখে যখন আনি তার নাম|

আমরা সবাই একই সূত্রে বাঁধা

নেই কোনো ভেদাভেদ,

সুখ, দুঃখ,হাসি,কান্না ভাগ করেনি

কোথাও নেই কোন বিদ্বেষ।

মুক্ত বাতাস গায়ে মেখে

প্রান খুলে বাঁচি,

সবার ঠোঁটের কোনে লেগে থাকে

এক চিলতে সুখের হাসি।

আমার গ্রাম শস‍্য শ‍্যামলায়

ভরা সুন্দরী,

তার তুলনা সে নিজেই

তার রূপের নেই জুড়ি।





Rate this content
Log in