STORYMIRROR

Bipattaran Misra

Classics

3  

Bipattaran Misra

Classics

প্রথম লেখার প্রেরণা

প্রথম লেখার প্রেরণা

1 min
334

একটা গ্রাম ---

আমার স্মৃতি জুড়ে থাকে সারাবেলা! 

আমার খেলা, খেলার সঙ্গী, 

মোড়কতলা,

কাঁদরের ক্ষীণ জলধারা --

দু'পাড়ে বাঁশবন 

তাল, বাবলা, শিরীষ আর নিম বন

হলুদ সরষে ফুল 

চিকন সবুজ আলু ক্ষেত, গম ক্ষেত ---

লকলকে কচি সবুজ ঘাসের আলে ---

ঘাসের রসে মিশে যেতে সাধ হতো!

নতুন পুকুর -- হৈ চৈ ডুব সাঁতার, 

মসপুকুর আমবনে আম পেড়ে ধরা পড়া 

বড়োবাগান মাঠে পুতুল নাচ, যাত্রাপালা! 

দুর্গাপুজো, গাজন, আর রথের মেলা! 

হোলির রঙ আজ ও মনে লেগে আছে!

আজ ও কি নবান্নে পশু-পাখি চাল খায় 

উঠোনে উঠোনে? 

শীত সন্ধ্যায় দিদিমার আঁচল ঘিরে

প্রতিবেশী ছেলে মেয়ে মিলে 

গা ছমছমে ভুতের গল্প ---

আমার রক্তে আজ ও খেলা করে! 

আমার শৈশব, আমার বালক বেলার স্বর্গ ---

লাবণ্যে ভরা আমার মামাবাড়ি গ্রাম হোসেনপুর! 

আমার আর তার আজ ছাড়াছাড়ি! 

তার মন কেমন করা মায়াবী রূপ 

পৃথিবীর কোনো পাহাড় নদী, অরণ্যে

পাই নাই আর! 

আমার প্রথম লেখার প্রেরণা 

সেদিনের সুখ আর ব্যথা, 

কবেকার রূপসী গ্রামের রূপকথা!  


Rate this content
Log in

Similar english poem from Classics