ধর্ম
ধর্ম
এক রাশ গভীর ভাবনা চোখের কোণে জমেছে ।
ভাষা গেছে হারিয়ে, হয়ে গেছে জল ।
আজ সকল ছন্দ হারিয়ে আমি -
খোলা আকাশের উন্মুক্ত পাখি হলাম।
কিন্ত মাঝে মাঝে ভয় লাগে,
ডানা দুটো থাকবে তো ?
উড়তে উড়তে নিরুদ্দেশ পথে পাড়ি দিলাম ।
অজানা ভয়, দুশ্চিন্তা, আতঙ্ক দানা বাঁধে...
এরকম কবিতা এই প্রথমবার লিখছি ~
আনন্দ - দুঃখ মেলানো এক অদ্ভূত ব্যাপার ॥
দুঃখটাই বেশীরভাগ মন জুড়ে রয়েছে ---
দুঃখতেও তো মানুষ কবিতা লেখে , তাই না ?
স্বপ্নাটাকে আজ একটা বিলাসিতা বলেই মনে হয়
আর একার বলতে কিছুই নেই,
শুধু এই মন টুকু ছাড়া ।
আমি আমার মতোই থাকব ;
সেখানে অন্যের প্রবেশ নিষিদ্ধ :
তাতে কেউ কিছু মনে করলেও আমার কিছু করার নেই।
আমি ঝাঁকের কই হতে পারবনা
হতেও চাইনা এমনকি
একা থাকব তাও ভাল,
যুগের সঙ্গে তাল মিলিয়ে অন্যের সুরে সুর মেলাতে পারবনা ,
"কারণ, এটাই আমার ধর্ম" ॥