অন্বেষণ
অন্বেষণ
মাতৃ জঠরে সূচনা হয় যে অন্বেষণ
কখনও তার হয়না তো শুভ সমাপন।
পরিপুষ্ট শুক্রাণু খোঁজে মাতৃ ডিম্বাণু,
নিষিক্ত হয়ে সৃষ্ট হয় প্রাণ পরমাণু।
অন্ধকার গহ্বরে ক্রমে বৃদ্ধি পায় প্রাণ,
অমৃতের সন্তান করে সূর্যালোক সন্ধান।
স্তন্যবৃন্তের খোঁজ করে ভূমিষ্টের পর,
ফুলের আধার খোঁজে যেরূপ ভ্রমর।
পরম সুহৃদ খুঁজে আজ পাওয়া দুষ্কর,
প্রাণপ্রিয় মিত্রের খোঁজ করি জীবনভর।
পিতা মাতা ফল খোঁজেন স্কুলে কলেজে,
বহুকাল কেটে যায় আপন কর্ম খোঁজে।
বেকারত্বের বড়ো জ্বালা এ পোড়া দেশে,
পদে পদে খাড়া ঝোলে বন্ধুর বেশে।
উপযুক্ত জীবন সঙ্গী পাওয়া দুষ্কর,
পায়রার ন্যায় সজাগ দৃষ্টি চায় প্রখর।
অন্ন বস্ত্র বাসস্থানও পাওয়া দরকার,
না হলে সংসার নিশ্চয় হবে ছারখার।
অর্থের সন্ধানে কাটাই সারাটা জীবন,
আরও চায় ধন সম্পদ, করে বসি পণ।
সম্পদের তল্লাশে হারায় প্রাণপ্রিয় সুখ,
জীবন সায়াহ্নে তাই বিষন্ন বিধুর মুখ।
বিপদের মাঝেই খালি ডাকি ঈশ্বর,
যশ খ্যাতি প্রতিপত্তিতে হতে চাই অমর।
ঈশ্বর অন্বেষণে হাতে থাকে না সময়,
ভুলে যায় পরম পিতাই বর ও অভয়।