Madhumita Mukherjee

Children Stories

4.1  

Madhumita Mukherjee

Children Stories

রূপকথা

রূপকথা

1 min
688


রূপকথা নামের একটা ছোট্ট মেয়ে বাবা-মায়ের সঙ্গে বনের ধারে, নদীর কোলে বাস করত। বাবা কাঠ কেটে গ্রামের হাটে বিক্রি করত আর প্রয়োজনীয় সব কিছু কিনে আনত। এইভাবেই হেসে খেলে ছোট্ট রূপকথা বড় হচ্ছিল। বন্ধু বলতে ছিল বনের পশু পাখি আর গাছপালা। বাবার হাট থেকে কিনে আনা সস্তা কাপড়েই সে সুন্দরী ছিল।

একদিন সেই দেশের রাজার মেয়ের বিয়েতে সব দেশবাসীর সাথে রূপকথাও তার বাবা মায়ের হাত ধরে নেমন্তন্নে গেল।

গিয়ে রাজকন‍্যার পরনের হালকা নীল শাড়ি যার গায়ে হিরের কাজকরা...দেখে ওর খুব সেইরকম শাড়ি পরার ইচ্ছে হল।

গরীব বাবা মেয়ের আবদার রাখতে না পেরে সন্ধ‍্যেবেলা বনের মাঝে বসে কাঁদছিল... এমন সময় জোনাকিরা এসে তাকে বলল, "তুমি কেঁদোনা। আমরা সেই শাড়ি জোগাড় করছি"। বলে তারা আকাশের থেকে একটু নীল টুকরো নিয়ে তার মধ‍্যে নিজেরা বসে হিরের মতো জ্বলতে লাগল। সেই শাড়ি পেয়ে রূপকথার মনে খুব আনন্দ হল।



Rate this content
Log in