STORYMIRROR

Shantanu Das

Others Children

3  

Shantanu Das

Others Children

রাজু চ্যাম্পিয়ান

রাজু চ্যাম্পিয়ান

3 mins
142

আমাদের বসুনগরে ঘুরি উরানোতে চ্যাম্পিয়ান রাজেশ পাল (রাজু)। উওর ২৪পরগনা জেলার অশোকনগর এর কাছে আমাদের বসু নগর। আমাদের এখানে বছরে দুইবার ঘুড়ি উরানোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম প্রতিযোগিতা হয় বিশ্বকর্মা পূজা দিন, দ্বিতীয় পৌষ সংক্রান্তির দিন।এই প্রতিযোগিতায় প্রত্যেক ফ্যামেলির নিজস্ব একটি টিম থাকে, সেই টিমের নাম ও দিতে হয়,প্রত্যেক বছর ১৫-২০ টা টিম অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে প্রতিযোগিতা শুরু হয়, শেষে পর্যন্ত যার ঘুরি আকাশে উড়ে সেই বিজয়ী হয়। 

    আগের দুই বছরে চারবার জিতেছে রাজু । রাজু দের টিমের নাম প্রজাপতি। কিন্তু এই বছরের প্রথম প্রতিযোগিতায় শর্মা দের টিম নীলমণি আর প্রজাপতির মধ্যে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রজাপতি হেরে গেছিল। নীলমণি টিমের সদস্যরা ভোকাট্টা ভোকাট্টা বলে খুব আনন্দ করেছিল। রাজু খুব অপমানিত ও লজ্জিত হয়ে পড়েছিল। রাজুর প্রায় এক সপ্তাহ সময় লেগেছে শোকটা কাটাতে।এর পিছনে আরো একটা কারণ ছিল, রাজু শর্মা দের বাড়ির মেয়ে টুম্পাকে তার কিছু দিন আগে প্রপোজ করেছিল। জবাবে টুম্পা বলেছিল এই বছরের প্রতিযোগিতায় সে যদি জেতে তাহলে বিষয়টা ভেবে দেখবে।

   এবছরের শেষ প্রতিযোগিতা সামনের সপ্তাহে। সবাই খুব ব্যাস্ত,কেউ সুতোয় মানজা দিচ্ছে,কেউ নিজেদের টিমের কালারের সাথে ম্যাচিং করে ঘুরি কিনছে, কেউ আবার তাদের দুর দুরান্তের আত্তিও সজনকে নিমন্ত্রণ করে ডাকছে। কিন্তু রাজু এবার খুব টেনসনে আছে, ওকে এই প্রতিযোগিতায় জিতেই হবে।তাই সে এখন নতুন পদ্ধতি ব্যবহার করতে চাইছে মানজা দেবার জন্য। কিন্তু সেরকম কোনো পদ্ধতি ও খুঁজে পাচ্ছেনা। রাজুর প্রায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, দিন রাত ও সুধু ভেবেই চলেছে। রাজুর এই হাল ওর দাদু স্যাম লাল একদিন রাজুকে ডেকে বললেন দাদুভাই আমি তোমাকে একটা নতুন মানজার পদ্ধতি বলে দিচ্ছি।মন দিয়ে শোনো, আমের মধু ,দুধ ও ছাতু দিয়ে আঠা বানাতে হবে, তারপর কাঁ*র গুরো মিশিয়ে খুব সাবধানে সুতোয় লাগিয়ে দিতে হবে, তারপর সরষের খোল দিয়ে সেই সুতো পালিশ করতে হবে। দাদুভাই এই পদ্ধতিতে মানজা করতে পারলে, এই প্রতিযোগিতায় আমাদের টিম প্রজাপতিকে হারানোর সাদ্ধি কোনো টিমের হবেনা। রাজু ঠিক করছে এই বছর দাদুর কথা মতোন মানজা তৈরি করবে।

   আজ প্রতিযোগিতা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই,বিক্রম ভট্টাচার্য সকাল থেকে মাইকে এনাউনসমেন্ট করছে। আজকে আমাদের প্রতিযোগিতার চিফ গেস্ট আমাদের এলাকার এম.এল.এ. হারাধন সামন্ত, উনি বিজয়ী টিমের হাতে ট্রফি ও প্রাইজ মানির চেক তুলে দেবেন।

   ১০টা বাজাতে আর মাত্র ৫মিনিট বাকি। সবাই যেযার ছাদে দাঁড়িয়ে আছে।এই বছরের মোট ১৬টি টিম অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার জন্য কামডাউন সুরু হয়ে গেছে। মাইকে বিক্রম ভট্টাচার্য বলছে ৮ ৭ ৬ ৫ ৪ ৩ ২ ১ গো। সবাই তাদের ঘুড়ি আকাশে উড়িয়ে দিয়েছে।সুরুতেই দুটো টিমের ঘুড়ি ঠিক উড়তে না পেরে গোত্তা খেয়ে একটি নারকেল গাছে ও অন্যটি লম্বু গাছে আটকে গেছে। খেলা খুব জমে উঠেছে প্রথম ঘণ্টায় আরও তিনটি ঘুড়ি কাটা পড়েছে, তখন সবাই চিল্লে উঠছে আর বলছে ভোকাট্টা ভোকাট্টা। ছোট ছোট বাচ্চা গুলো ভোকাট্টা ভোকাট্টা বলতে বলতে কাটা ঘুড়ির পিছনে দৌড়াচ্ছে। 

    বেলা ১টা প্রযন্ত ৪টে টিম টিকে আছে।বসু বাড়ির টিম 'ব্লাকডাইমন্ড',সেন বড়ির টিম 'হারকিউলিস',পাল বাড়ির টিম 'প্রজাপতি', শর্মা বাড়ির টিম 'নীলমনি'।টান টান উত্তেজনা চলছে।ব্লাকডাইমন্ডের সাথে প্রজাপতি আর হারকিউলিসের সাথে নীলমণির লড়াই চলছে। চারটি টিম বেশ দখ্যতার সাথে ঘুরি উরাচ্ছে। এবার নীলমণি হারকিউলিসের ঘুড়িকে বেশ বাগে আনতে পেরেছে, তারপর এক ঝটকায় হারকিউলিসের ঘুড়িকে কেটে দিয়েছে। ওমনি সবাই চিল্লে উঠছে ভোকাট্টা ভোকাট্টা, আমাদের চিফগেস্ট এম.এল.এ.সাহেব ও আর উত্তেজনা চেপে রাখতে না পেরে চিল্লে উঠছে ভোকাট্টা ভোকাট্টা।

  এরপর আমরা তিমুখি লড়াই দেখলাম। নীলমণি এবার ধীরে ধীরে প্রজাপতি ও ব্লাকডাইমন্ডের দিকে এগিয়ে যাচ্ছে। নীলমণি চেষ্টা করছে প্রজাপতির উপর হামলা করতে , প্রজাপতি চেষ্টা করছে ব্লাকডাইমন্ডের উপর হামলা চালিয়ে যেতে,ব্লাকডাইমন্ড আবার নীলমণির দিকে এগিয়ে যাচ্ছে। একসময় তিন টি ঘুড়ির সুতো এক সঙ্গে আটকে গেছে। নীলমণি ও ব্লাকডাইমন্ড দুজনেই তাদের সুতো টানা সুরু করেছে কিন্তু রাজু তার উল্টোটা করল । রাজুর খুড়ি বাকি দুটি ঘুড়ির মাঝখানে, তাই রাজু ওর ঘুড়ির সুতোয় লুয দিতে থাকে। রাজু ঘুড়ি উরানোর চ্যাম্পিয়ন তাই সবাই রাজুর এই নতুন কায়দা দেখছে। হঠাৎ দেখি তিনটি ঘুড়ি এক সাথে লুয হয়ে নিচে নেমে যাচ্ছে। সবাই হতাশ হয়ে তাকিয়ে আছে। এরপর আচমকা সবাইকে চমকে দিয়ে প্রজাপতির ঘুড়ি গা ঝাড়া দিয়ে উপরের দিকে উঠতে লাগলো। ওমনি সবাই রুদ্ধশ্বাসে চিল্লে উঠছে ভোকাট্টা ভোকাট্টা ভোকাট্টা। তারপর বিকেলে প্রজাপতির পুরো টিম এম.এল.এ.সাহেবের কাছ থেকে ট্রফি 🏆নিলো।এম.এল.এ সাহেব রাজুর কাঁধে হাত দিয়ে বললেন তুমি সত্যিকারের চ্যাম্পিয়ান।


Rate this content
Log in