নারীদিবস ও আত্মকথন
নারীদিবস ও আত্মকথন


আজ সকালে ঘুম থেকে উঠলামই পায়ের শিরার উপর শিরা উঠেছে তখন। অসহ্য যন্ত্রণা হলে চুপ করে তো বসা যাবে না।সকালে অফিসের ভাত, ছেলেদের স্কুলের পরীক্ষা,তার সামাল দেওয়া সাথে শাশুড়ির টাইম মতো চা/হরলিক্স। আজ কি মনে হলো বাবুর;অফিসের টিফিনটি নিলেন না (হয়তো ভাবলেন আজ একটু ছাড় দিয়ে দেই, নারী দিবস বলে কথা)।এর ফাঁকেই হতে মোবাইল চলে এসেছে। ফেবু, হোয়াটস অ্যাপে তখন 'ইন্টারন্যাশানাল ওয়ার্কিং উইমেন ডে' এর 'এক সে বরকর এক' পোস্ট আসছে। আমিও দু একটা উত্তর দিচ্ছি। এদিকে ছেলেরা চিৎকার করে বলছে ---'কি হলো মা, খেতে দাও'।নারীদের নিয়ে ভালোমন্দ লেখালিখি'গুলো চোখে জল আনছে সবেমাত্র ,এর মধ্যেই ডাক পড়েছে। ছেলেরা বেরিয়ে যেতে না যেতে রকমারি রান্না সারতে হবে তো। এরপরে কাজের লোকের আসার কথা, তা তিনি এলেন। আমি ঘর ঝাড় দিচ্ছি আর উনি মুছে চলেছেন ।হঠাৎ মনে হলো আজ নারীদিবস তাও আবার ওয়ার্কিং উইমেনদের! অন্যান্য দেশে শুনেছি এইদিন মহিলাদের ছুটি থাকে। ভাগ্যিস আমার কাজের লোক এ বিষয়ে সচেতন নন। তাও আমার থেকে তিনি একটু হলেও স্বাধীন। মনোমালিন্য হলেই বলে দিতে পারেন পছন্দ না হলে অন্য কাজের লোক দেকে নাও অথবা দু দিন আসবো না বৌদি।এই কথাগুলি তো আমার থেকে জোর গলায় বলতে পারেন ! অথচ আমি এই ভাবে তো দূর কিছু কি বলতে পারি ? উনি এসেছেন,নইলে এই খোঁড়া-পা নিয়ে বাসন মাজা টু ঘর মোছা সবই তো বিনা মাইনের দাসীকেই করতে হতো! তাই আজ ওকে একটু চা /মিষ্টি খাওয়ালাম।