কিচ্ছু খায় না
কিচ্ছু খায় না
1 min
130
ডাক্তারবাবু ছেলের সমস্যার কথা জিজ্ঞাসা করতেই তৃণা বলে উঠল- ও কিছু খায় না,ডাক্তারবাবু।
ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন -কিচ্ছু খায় না?
--না ডাক্তারবাবু কিচ্ছু না। এই ধরুন সকালে আধ গ্লাস দুধ আর খান আষ্টেক বিস্কুট, দুপুরে একটু ভাত মাছ আর তরকারি, ব্যস।
তারপর?-ডাক্তার জিজ্ঞাসা করলেন।
তারপরে আর কিচ্ছুটি দাঁতে কাটে না।বিকালে ওই একটু ছানা আর সিজিন ফল। সন্ধ্যায় কোনও কোনও দিন একটু ম্যাগি বা রোল। আর রাতে একটু ভাত তরকারি আর চিকেন বা ডিম।
সব শুনে ডাক্তারবাবু বললেন- তাই তো আপনার ছেলে কিচ্ছু খায় না।ওষুধ দিলাম ঠিক হয়ে যাবে।
প্রেসক্রিপশন খুলে তৃণা দেখে তাতে লেখা "এক-আধবেলা উপোস"।
