অন্য ভালোবাসা
অন্য ভালোবাসা
1 min
379
আজ প্রায় দুমাস মা বাবা রমার কাছে । দাদু দিদা কে কাছে পেয়ে রমার ছেলে মেয়ের আনন্দ আর ধরে না । লুডো খেলা গল্প শোনা একসঙ্গে টিভি দেখা সবই চলছিল । রমা খুব নিশ্চিন্ত বোধ করতো। কিন্তু বাবার চোখের বিষন্নতা ওকে চিন্তিত করে তুললো। পরদিন সকালে রমা সবাইকে ঘুম থেকে তুলে বললো " সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমরা আজ বাড়ি যাবো । "বাবা রমাকে জড়িয়ে ধরে বললেন " চল মা আমার গাছগুলো যে আমার অপেক্ষায় বসে আছে । আমাকে ছাড়া যে ওরা বড্ড একা হয়ে পড়েছিল"। বাবার বিষণ্নতা কেটে গেল সবুজ ছায়ায়।