Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Nikhil Mitra Thakur

Inspirational

2  

Nikhil Mitra Thakur

Inspirational

তুমি এসো আবার ফিরে

তুমি এসো আবার ফিরে

1 min
266


দূখুমিয়া তুমি,শৈশবে পেলে ধর্মীয় শিক্ষা;

লেটো দলে গিয়ে পেলে, হিন্দু সংস্কৃতির পরিচয়।

জীবনের বাঁকে বাঁকে দারিদ্র্যতাকে করে জয়, 

তুমি হলে কবি সব্যসাচী। তোমার কলমে উপজীব্য 

ও প্রতিফলিত হলো হিন্দু-মুসলমান উভয় সংস্কৃতি।


তুমি ছিলে বাংলা গানের বুলবুল। স্বাধীনতা

আন্দোলনের বিদ্রোহী কবি,মানবতার পূজারী।

তুমি ছিলে প্রতিবাদী কবি। বিদেশী শাসকের,

অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে উঠলে তুমি গর্জে।

কারার লৌহকপাট ভাঙতে দিলে ডাক,কলমে

ঝড়ালে রক্ত, যৌবন হলো মত্ত।


শ্যামাসঙ্গীত লিখে করলে হিন্দু সংস্কৃতিকে সমৃদ্ধ। 

বাগেশ্রীতে নিবদ্ধ "রাঙা জবা" দিলে তুমি উপহার।

মা তোমার কলমে হলেন সর্বধর্ম সমন্বয়ে গঠিত,

বিদেশি শেতাঙ্গ শাসকদের বিনাশকারী মাতৃশক্তি।


ঈদকে স্মরণীয়, বরণীয় করতে রচনা করলে

তুমি গান, কবিতা, আর নাটক অজস্র। সাহিত্য

হয়ে উঠলো সাম্য ও নবজাগরণের হাতিয়ার।

ছড়িয়ে দিলে সাম্য, সৌভ্রাতৃত্ব,সম্প্রীতির বাণী 

সারাবাংলায়। আনন্দময়তা, সাম্যবোধ ও 

আত্মজাগরণের অপূর্ব মেলবন্ধনে লিখলে তুমি 

অমর সৃষ্টি " খুশির ঈদ"।

দেশভক্তি, মানবতাবাদ,সম্প্রীতির পরাকাষ্ঠা বিদ্রোহী কবি

বুলবুল; তুমি আবার এসো ফিরে এই অবক্ষয়ের যুগে।

এই মোর প্রার্থনা হে বিধাতা। 

আজ শুভ জন্মদিনে লহ মোর শতকোটি প্রণাম।


Rate this content
Log in