সীমান্ত
সীমান্ত
1 min
73
দূর দূরান্তে কত শোনা যায়
জলচ্ছাসের আগমন,
বায়ু প্রবাহ যায় ঘটে তাই
জানাই তাদের স্বাগতম।
হাতে নেই কোনো প্রতিকূলতার সাথে
লড়বার সাহস,
প্রকৃতির নিয়মে সে চলেছে মানেনা
কারো উপস।
পরম চিত্তে, মন নিমিত্তে নিয়ে চলে যেই
খোঁজ,
আসলে কি পাবে সীমানার আগে নাকি হবে
নিখোঁজ।
