শুধরে নেবো ভুল
শুধরে নেবো ভুল


যদি তুমি একবার বলো
ভুল শুধরে নেবো আমি,
তোমার চেয়ে জেনো
নয়কো কিছুই দামি।
তোমার জন্য সারা বিশ্ব
যাক না বিপরীতে,
আমি শুধু তোমায় চাই
আমার পাশে নিতে।
শুধু যেও না তুমি আমায় ছেড়ে
আমার একটা ভুলে,
সে ভুল আমি শুধরে নেবো
শুধু তোমায় পাবো বলে।
তুমি অন্য কারো ভেবে আমি
গিয়েছিলাম দূরে,
এত কষ্ট পেয়েও আছো তুমি
যাও নি আমায় ছেড়ে।
আবার এলাম তোমার কাছে
শুধরে নিয়ে ভুল,
তুমি আমার হৃদয়ে ফোটা
প্রথম প্রেমের ফুল।