স্বাগতম
স্বাগতম


স্বাগতম পূবের আকাশে স্বর্ণালি রবির,
হাতছানিতে,সেজেছে আকাশ,
নীলছাপা শাড়িতে।
চিকচিক করে সাগর মুচকি হেসে,
কোমর দুলিয়ে বলছে আমি আছি,
ভানু তোমার সাথে।
সাগর কূলের নারকেল গাছ মৃদুমন্দ,
মাথা দুলিয়ে গাইছে আজ আগমনী,
নতুন প্রভাত এসো তুমি।
তাই আকাশ,বাতাস,সাগর, বৃক্ষরাজি,
সবাই ব্যস্ত,জানাতে স্বাগত নতুন প্রভাতে,
নতুন জীবনকে আজি।