সাগর হয়ে যাওয়া
সাগর হয়ে যাওয়া


হটাৎ নদীর সামনে এসে পড়লো এক প্রশস্ত মোহনা,
থমকে গেল সে এক মুহুর্ত ;
তার অস্তিত্ব সংকট।
কি করবে সে বুঝতে পারে না, অন্য পথ তো নেই খোলা,
মিশে যাবে সাগরের নোনা জলে;
নিজেকে বিলিয়ে দিয়ে!
নদীর মনে পড়ে অতীতের কতো কথা, ভিজে যায় চোখ,
পাহাড়ের গা বেয়ে মনের আনন্দে;
নাচতে নাচতে সে নেমে ছিল সমতলে।
নিজের ইচ্ছামতো কাউকে করেছে ফসলে ফসলে সমৃদ্ধ,
কাউকে করেছে নিঃস্ব;
খড়কুটোর মতো উড়িয়ে সব বাধা।
অবলীলায় ভাসিয়ে নিয়ে এসেছে কতো শত ঘরবাড়ি-গাছ,
নিজের বক্ষে করে;
উগরে দিয়েছে কোন এক কূলে।
পেরিয়ে এসেছে কতো গ্রাম-শহর,বন-জঙ্গল, পাহাড়-পর্বত,
একূল ভেঙে, ওকূল গড়ে;
এই একটি জীবনে।
এক লহমায় আজ শেষ হয়ে যাবে বুঝি, তার সব জ্ঞান গরিমা,
পড়ে রবে নামের খোলসটুকু;
যদি কোন ভালো কাজ করে থাকে?
ভাবতে ভাবতে নদী মিশে গেল সামনের উন্মুক্ত প্রশস্ত সাগরে,
মিশে গিয়ে দেখলো সে,
এতো মিশে যাওয়া নয়, নিজে সাগর হয়ে যাওয়া!