STORYMIRROR

Nikhil Mitra Thakur

Inspirational

3  

Nikhil Mitra Thakur

Inspirational

সাগর হয়ে যাওয়া

সাগর হয়ে যাওয়া

1 min
11.9K



হটাৎ নদীর সামনে এসে পড়লো এক প্রশস্ত মোহনা,

থমকে গেল সে এক মুহুর্ত ;

তার অস্তিত্ব সংকট।

কি করবে সে বুঝতে পারে না, অন্য পথ তো নেই খোলা,

মিশে যাবে সাগরের নোনা জলে;

নিজেকে বিলিয়ে দিয়ে!

নদীর মনে পড়ে অতীতের কতো কথা, ভিজে যায় চোখ,

পাহাড়ের গা বেয়ে মনের আনন্দে; 

নাচতে নাচতে সে নেমে ছিল সমতলে।

নিজের ইচ্ছামতো কাউকে করেছে ফসলে ফসলে সমৃদ্ধ,

কাউকে করেছে নিঃস্ব;

খড়কুটোর মতো উড়িয়ে সব বাধা।

অবলীলায় ভাসিয়ে নিয়ে এসেছে কতো শত ঘরবাড়ি-গাছ,

নিজের বক্ষে করে;

উগরে দিয়েছে কোন এক কূলে।

পেরিয়ে এসেছে কতো গ্রাম-শহর,বন-জঙ্গল, পাহাড়-পর্বত,

একূল ভেঙে, ওকূল গড়ে;

এই একটি জীবনে।

এক লহমায় আজ শেষ হয়ে যাবে বুঝি, তার সব জ্ঞান গরিমা,

পড়ে রবে নামের খোলসটুকু;

যদি কোন ভালো কাজ করে থাকে?

ভাবতে ভাবতে নদী মিশে গেল সামনের উন্মুক্ত প্রশস্ত সাগরে,

মিশে গিয়ে দেখলো সে,

এতো মিশে যাওয়া নয়, নিজে সাগর হয়ে যাওয়া!





Rate this content
Log in

Similar bengali poem from Inspirational